যাদের প্রাণের বিনিময়ে
স্বাধীন হলো দেশটা
দেখছি এখন তাদের স্মৃতি
মুছে ফেলার চেষ্টা।
একেই বলে আত্মহুতি
একটি জাতির ধ্বংস
চেষ্টা করে যাচ্ছে যারা-
রাজাকারের বংশ!
দেশ-জনতার প্রতি ওদের
নেই তো কোন মমতা
সাধুবাদের লেবাস পড়ে
চাইছে কেবল ক্ষমতা!
ক্ষমতাটা পেলেই ওরা-
সুতো ধরে দেবে টান
বদলে যাবে দেশের ছবি
বাংলা হবে পাকিস্তান।