আজব নেশায়- টলেন রাজাবাবু
জ্ঞানের কথায় হন না মোটে কাবু
নরম পেলে গরম দেখান ভারি-
ভূমিহীনের ভিটায় গাড়েন তাবু!
অসহায়ের হন না সহায় মোটে
সুযোগ পেলে নিঃস্বেরধন লোটে
শক্ত হলে- পূজা করেন তারই-
তোষামোদের হাসি থাকে ঠোঁটে।
তেলামাথায় মাখেন যেমন তেল
রুক্ষ মাথায় ভাঙেন তেমন বেল
আমরা কেবল চুপটি করে থাকি-
অবাক হয়ে- দেখি বাবুর খেল্ ।
# ১৯ অক্টোবর ২০২৩, লালমনিরহাট।