কোটা ফোঁটায় গাধা সেরা
ঘোড়া ডিঙ্গে খাচ্ছে ঘাস-
আমড়া কাঠের মস্ত ঢেঁকি
ধাপুস-ধুপুস বারো মাস!
খালি মগজ- ঠন-ঠনাঠন
পোশাকে তার উপচে ঠাট
সকল কিছু দখল করে-
দেশকে ভাবে খেলার মাঠ!
কোটাবিহীন হাতি-ঘোড়া
নির্বিচারে যায় রে তল-
যোগ্যজনের ঘাড়ে বসে
অযোগ্যরা দেখায় বল!
কোটা খোঁটায় দগ্ধ জাতি
চাই না দেশে কোটা আর
আন্দোলণে ছাত্র-সমাজ
দেশ দরদী মিলাও ঘাড়!