প্রজাপতি! প্রজাপতি!
নানা রঙ মাখা সে-
কোথা যায়? কত দূরে?
উড়ে উড়ে আকাশে-
মেলে দুটি পাখা সে?

দোহাই লাগে মাগো!
বলো ওকে থামতে-
একটু আমার- দু’টি
হাতে এসে নামতে
খেতে দিব দুধ-ভাত
ঘরে আছে রাখা সে!
###############
প্রকাশ : দৈনিক আমাদের সময়
বিভাগ : ঘটাংঘট
তারিখ : ২৮ মার্চ ২০২৩