শীতটা আমার প্রিয় ঋতু
বলুক না যে যাই
শীতের দিনে শাক-সবজি
টাটকা খেতে পাই।

পিঠে-পুলি খেজুর রসে
সকালবেলা রোদে বসে
পাড়াপড়শি মিলেমিশে
তৃপ্তি করে খাই।

লেপের তলে দারুণ উমে
শীতের রাত্রি কাটাই ঘুমে
এমন মজা শীত ব্যতিত
অন্য সময় নাই।।

দেশে থাকে শীতটা যখন
বনভোজনের হয় আয়োজন
আত্মীয়-স্বজনের বাড়ি
বেড়াতেও যাই।।