কিংবদন্তি ছড়াশিল্পী__
প্রিয় রিটন ভাই
আজ আপনার জন্মদিনে
শুভেচ্ছা জানাই!
চলুক কলম অবিরত
অসংগতির চিত্র যত
দেখান এঁকে
আমরা দেখে—
যেন সাহস পাই!
লেখক আছেন কত শত
লেখেন তাঁরা যে যার মত
আপনি যেমন
পাই না তেমন
শুধুই খুঁজে যাই।
প্রিয় রিটন ভাই
বেঁচে থাকুন শত বছর
দোয়া করি তাই।
০১ এপ্রিল
জীবন্ত কিংবদন্তি ছড়াশিল্পী "লুৎফর রহমান রিটন" ভাইয়ের জন্মদিন ছুল। সেই উপলক্ষ্যে তাঁর জন্য লেখা।