শত জ্বালা সইতে পারি
গাধার মত হইতে পারি
পিঠে বোঝা বইতে পারি
আর কি পারি জানো?
পয়সা পেলে বিক্রি দিতে
পারি নিজের মানও।
আন্দোলনে নামতে পারি
রোদে হেঁটে ঘামতে পারি
হুকুম পেলে থামতে পারি
আর কি পারি জানো?
পয়সা পেলে কাটতে পারি
গুণী জেনর কানও।
নৌকা দিলে বাইতে পারি
লাঙ্গল কাঁধে যাইতে পারি
পাখার বাতাশ খাইতে পারি
আর কি পারি জানো?
পয়সা পেলে সকল ফেলে
মাথায় তুলি ধানও।