হয় তো তুমি- বিদ্যান অতি, ঢের
দেশ ডিঙ্গিয়ে বিদেশ থেকেও-
ডিগ্রি নি'ছো ফের-
কিন্তু বাড়ির ঝি-চাকরের সাথে
দুর্ব্যবহার করছো দিনের রাতে
ছোট কাজে ঝরছে যাদের ঘাম
মানুষ বলে দাওনা তাদের দাম
নিজেকে শুধুই ভাবো অনেক দামি
লোকে তোমায় শ্রদ্ধা করে-
উল্টো দেখি আমি।
হয় না জ্ঞানী পড়লে শুধু বই
জ্ঞানীগুণীর সেই বোধটা কই
নাওনি আসল মানবতার পাঠ
বনেগেছো এই সমাজের লাট
পাচ্ছো লোকের সম্মান অতিশয়
আমি দেখি সবার চোখে-
অশ্রদ্ধা আর ভয়!
নামের আগে লিখছো তুমি বসু
আড়ালে কেউ বলছে সেটা পশু
কেউ উপাধি দিচ্ছে বড় দানব
কেউ বলছে- একটা পশুমানব।
https://www.facebook.com/photo/?fbid=3345461238917783&set=a.200815450049060