পরিকল্পনার দড়ি দেখেছিস?
অনেক অনেক লম্বা
ওমাথায় কি জানিস না তাও?
এককাধি পাকা রম্ভা!
আমজনতা দাম দিয়ে খাবে-
শেষতক যেতে পারলে-
দড়িটাকে শুধু ধরে রাখ তোরা
বিপদ বাড়বে ছাড়লে!
গাছের খাবো, তলারও নেবো
কাউকে দেবো না অংশ
জানিস ই তো এই আমি কে?
কোনটা আমার বংশ!