উচিত কথায় কর্তা বেজার
ক’স না উচিত কথা
সব চে’ ভালো পালন যদি
করিস নিরবতা!

তাতে যদি অসস্থি হয়-
কর্তা যেটা বলে
বলবি সেটাই অন্য ভাবে
সামান্য কৌশলে!

পেটে খেলেই পিঠে সহে
মনে রাখিস এই
ক্ষুধার চেয়ে বড় কিছু
গরীবলোকের নাই!

তালে তালে তাল মিলানো
বুদ্ধিমানের কাজ
সোজার সাথে থাকবি সোজা
বাঁকায় হবি ভাজ!