স্বার্থবাদেরা আর্ত বোঝে না
খুঁজে নিজের সুখ,
পরের বেশাত পকেটে ভরে
দেখায় হাসি মুখ!
তাদের বেলায় কখনো যদি
পানের খসে চুন,
হাসতে হাসতে করতে পারে
অন্যজনরে খুন।
চেনা বামনের পৈতা লাগেনা
যদিও পৈতা আছে,
পৈতার গায়ে তেল মেখে তারা
থাকেন গোশে-মাছে।