চাকরি পাবে যদি থাকে
মামা কিংবা দুলাভাই
যেন তেন চলবে না যে
কেউকেটা ঠিক হওয়া চাই।

মেধার তেমন নেই প্রয়োজন
ডিগ্রী হলেই চলে
এখন দেশের পদ-পদবী
ছাইছে মাকাল ফলে।

মামা-দুলাভাই না থাকে তো
লাগবে মোটা টাকা
পদ-পদবী গড়াবে পায়ে
মগজ থাকুক ফাকা!

আজকাল আর মগজ লাগে না
বিনিয়োগ শুধু লাগে
বিনিয়োগ করে পদ কিনে নাও
থাকো সবার আগে।