হাঁসের ছানা প্যাঁক প্যাঁক
মুরগি ছানা চিঁউ
অবাক হয়ে দেখছে চেয়ে
জান্নাত আরা পিউ!

“ও সোনারা কী হয়েছে?
করছো কেন গোল?
দোলনায় উঠে দুলবে নাকি
দুদুল দুদুল দোল?”