পিনাকী সে পিয়ে নিয়ে
তিন ঘটি জল
জালি কথা তালি কথা
কয় অবিরল।

কিছু তার বাড়াবাড়ি
কিছু তার ছল
আসলে সে দেশপ্রেমী
নাকি বড় খল?

তার কথা ঘেঁটে কভু
পাই নাতো ফল
সেকি তবে ফাঁকা ঝুড়ি
নেই যার তল?

নাম তার পিনাকী
ভাবে নিজে কি না কী!