ফুঃ দিয়ে ‘ক্যু’ করেন কু-কামের ধারি
জটা চুলে কটা বাস, ইয়া গোঁফ-দাড়ি
গাঁজা খেয়ে রাজা হন নেমে এলে রাত
সাধু সাধু কালা যাদু, ছড়ান- উৎপাত!
ফুঃ থেকে ফুলমতি- কুমারী সে মাতা
নায়েবালি রোজ টানে- ধুতরার পাতা
বৈরাগী সুকুমার- দেশে দেশে ঘোরে
ওলেদের ড্রিমল্যান্ড মেঘ হয়ে ওড়ে!
ফুঃ থেকে দূরে থাকো ভালো যদি চাও
তা না হলে সমাজের বুকে হবে ঘাও!
ঘাও থেকে ‘ক্যান্সার’- ব্যধি খুব কড়া
নিরাপদে থাকো দূরে- নয় নড়াচড়া।