তোদের মত আমরা কি আর
অত কিছু বুঝি?
আমরা কেবল হাঁটতে পারি
নাকের সোজাসুজি।
বলতে জানি সত্য কথা
বৃক্ষ বৃক্ষ ই, লতা- লতা
ফুলকে আমরা ফুলই বলি
সত্য ভাবি পুঁজি!
প্যাঁচের কথা তোমরা বল
প্যাঁচ লাগিয়ে প্যাঁচিয়ে চল
প্যাঁচ খেলিয়ে অসৎ ভাবে
করছো কামাই রুজি।।