তোরাবালির আটটা মাত্র- শালি
তাদের বিয়ে, চালাচ্ছে ঘটকালি!
প্রথমজনে- কুটতে পারেন আলু-
দ্বিতীয়জন- মশলা বাঁটায় চালু!
তৃতীয়জন- বাসন ভালো মাজে-
চতুর্থজন- ঘরটা লেপার কাজে!
পঞ্চমজন- উকুন মারতে পাকা-
ষষ্ঠ জনে- জানেন লবন চাখা!
সপ্তমজন- করেন ভালো রান্না-
অষ্টমজন- পারেন ন্যাকা কান্না!
আপনগুণে ছড়ান সবাই আলো
তাদের জন্য পাত্র লাগে ভালো।।