ছায়ার সাথে যুদ্ধ করে -
হচ্ছে রে ভাই জীবন পার
হা হুতাশের মধ্যে থেকেও
বাড়ছে দেনা বাড়ছে ধার।
নিয়ন আলোর ঝলকানিতে
দেশটা দেখি চমৎকার
কাঁপছে মাটি পায়ের নীচে
এই বিষয়ে অমত কার?
খাচ্ছে যারা লুটেপুটে -
ধারছে নাতো কারোর ধার
নালিশ দিবো কোন থানাতে-
কে থামাবে ওদের বাড়!
ক্ষতের উপর সৎ-এর পট্টি
মুখটি মলিন দেখছি মার
তাল মিলিয়ে চলবো কত
পারছি না যে সইতে আর!