একদিন পথে যেতে বলি তারে- হাই!
জীবনের লক্ষ্যটা ঠিক থাকা চাই
পড়ালেখা কি করিস ভাই?

পড়ালেখা করি না, কাজ কামও নাই
বাবাজির হোটেলে বসে বসে খাই
এখানে ওখানে ঘুরে বেড়াই!

ঘোরাঘুরি ভালো নয়, কিছু করা চাই
জীবনের বড় বোঝা বেকারত্বটাই
ঠিক আছে দেখা হবে, যাই।

পরদিন-ই দরজাতে কড়া নাড়ে আর-
বলে ভাই কটা টাকা খুব দরকার
হাওলাত, মাত্র তিনটা হাজার।

আমি ভাবি হতে পারে প্রয়োজন তার
এক,দুই,তিন গুনে দিয়ে দেই ধার
এরপর সাক্ষাৎ হচ্ছে না আর।

হঠাৎ একদিন তারে হাটে দেখা পাই
লোকজন খুব করে দিচ্ছে ধলাই
পা ধরে বললো বাঁচান ভাই।

লোকে বলে- ওর সাথে ভাইটাকে ধর
কেউ বলে লাগা তারে চড়-থাপ্পর
বেধরক, শিক্ষা পাই অতঃপর।