লোভে পাপ, পাপে মরণ
এটা সবার জানা-
অতি লোভে আমরা তবু
হচ্ছিরে ভাই কানা!
মানবতার ধারি না ধার
স্বার্থ কেবল খুঁজি-
ওরটা নিয়ে এরটা কেড়ে
বাড়াই নিজের পুঁজি!
মনের ভিতর পিচাশ রেখে
দেখাই ভালোবাসা-
স্বার্থটাকেই- আঁকড়ে ধরে
বাঁচার করি আশা!
কেউ দেখে না স্রোষ্টা দেখেন
দেখেও দেন ছাড়-
পাপের ঘড়া পূর্ণ হলে
রক্ষা তো নেই আর!!
ছড়া : ১৮ সেপ্টেম্বর ২০২৪, লালমনিরহাট