আল্লার বাড়ি আল্লার ঘর
নতজানু হয়ে বলে ঈশ্বর
- একটু বসতে চাই!
- বসো, সমস্যা নাই।
বসার পরেই একটু ন্যুয়ে
ঈশ্বর পড়ে মাটিতে শুয়ে
- এটা কি হচ্ছে ভাই?
- একটু গড়াগড়ি যাই।
এমাথা ওমাথা ঈশ্বর গড়ায়
নিজের ব্যপ্তি কেবল ছড়ায়
- করছো কি ভাই তুমি?
- মাপছি নিজের ভূমি।
আল্লা পড়লো বড়ো চিন্তায়
বসতে দিয়ে কুলমান যায়
- নিজের বলছো কিসে?
- দখল সত্ত্বের ইসে...!
ঈশ্বর-আল্লার চলছে লড়াই
আপন বলে করছে বড়াই
ইজরায়েল-ফিলিস্তিন
সংঘাতে প্রতিদিন।।
===================================
বিঃদ্রঃ আল্লাহ্ নয়, ‘আল্লা’ বলতে ফিলিস্তিনিদের আর ‘ঈশ্বর’ বলতে ইহুদীদের বোঝাতে চেয়েছি।