কিসে তোমার এলার্জি হয়
ফোসকা পড়ে কীসে-
মন-মতলব কখন তোমার
কেমন স্রোতে মিশে-
পাইনা আমি দেশে!

অঙ্গ তোমার কখন পোড়ে
কোন ধরণের বিষে
নৌকা নিয়েও দেখি তোমায়
দেখি ধানের শীষে।
মাঝে মাঝে হায় আল্লা-
হাতে দেখি দাড়ি-পাল্লা
লাঙ্গল নিয়েও ছুটতে দেখি
নীতির ভীতি পিষে!

ভালো-মন্দ যায়না বোঝা
কখন জ্বলো রিষে-
কোন কথাতে কখন আবার
ইগো লাগে ইসে!
পাইনা আমি দিশে।।

# ১৩ অক্টোবর ২০২৩, লালমনিরহাট।

https://www.facebook.com/photo/?fbid=3334930423304198&set=a.200815450049060