মনটু দাদুর কুকুরটা,
পাহারা দেয় পুকুরটা
মাছ ধরতে গেলে কেউ
ওমনি ডাকে ঘেউ! ঘেউ!
মনটু দাদু লাঠি হাতে
বেড়িয়ে আসে মধ্য রাতে
কার সাধ্য সাহস করে,
ঐ পুকুরের মাছটা ধরে!
ওরে বাপরে! আমি না...
কুকুর-কামড়, লাঠির-ঘা
খাবি যদি... তোরাই যা।
## লালমনিরহাট: ১৭ আগষ্ট ২০১৯ ##