চাইলে ওরা-
অনেক কিছুই পারে!
নড়তে পারে,
চড়তে পারে,
ন্যায়-অন্যায় করতে পারে,
লাফিয়ে চাঁদ ধরতে পারে,
দেশ পকেটে ভরতে পারে,
আর কি পারে জানো?
যখন তখন কাটতে পারে-
জ্ঞানী-গুণীর কানও!
হাসতে পারে
কাশতে পারে,
জোরে কিংবা- আস্তে পারে,
স্বার্থে কাঙ্গাল সাজতে পারে,
দলবেঁধে- সব নাচতে পারে,
আর কি পারে শোন-
প্রচলিত নিয়ম-নীতির
ধার ধারে না কোন!
নাইতে পারে
গাইতে পারে’
ভাঙ্গা তরী- বাইতে পারে,
দু’হাত পেতে চাইতে পারে,
উদোর ভরে- খাইতে পারে,
আর কি পারে- বলি?
দশের জন্য স্বার্থ ওরা-
দেয় না জলাঞ্জলি!!