নরম খুকির খড়ম পায়
ফুল তুলতে- বনে যায়
দেখবি কে কে-
আয়রে আয়।
ময়ূর এলো পেখম মেলে
গংগাফড়িং হাওয়া ঠেলে
ভোদর এলো-
পালের নায়!
গান ধরেছে বনেরপাখি
বললো তখন এক জোনাকি-
‘আলতা কোথায়-
খুকির পায়?’
‘কাঠবিড়ালি আসছে ছুটে
রক্তজবা- নিয়ে ঠোঁটে!’
খবর দিলো-
মাছরাঙায়।
ঘাসফড়িং এর ছোট্ট ছানা
তিড়িংবিড়িং নাচায় ডানা
হুতুম পেঁচা-
ঢোল বাজায়।
https://www.facebook.com/photo/?fbid=3347383105392263&set=a.200815450049060