অই- চেয়ারের নরম গদি
বসে বড়োই আরাম-
ওটার বেলায় তাই মানিনা
কোন হালাল-হারাম!

আয়েশ করে খায়েশ মিটাই
যখন যেমন খুশি-
ডানে বামে-  কাজে কামে
হাজারও লোক পুষি!

ওতে বসেই দেখাই আমি-
আমার কেরামতি-
ধারি না- ধার এই জনতার
কিসে লাভ আর ক্ষতি!

‘আমি ভালো জগৎ ভালো’
-এ সূত্রটাই মানি
চাইনা আমি চে’র নিয়ে কেউ
করুক টানাটানি।।

====================
# রচনাকাল : ২৭ মার্চ ১৯৮৭
সংসদ ভবন, শেরে বাংলা নগর, ঢাকা।