হাজার জনের হাজার কথা
হাজার রকম মত
বাঁচার জন্য খোঁজে সবাই
নিজের মতো পথ
আমি কেন- সারাজীবন
থাকবো হয়ে সৎ।
লুটেপুটে খাচ্ছে যারা
হয় না তাদের দোষ
দোষের বোঝা মাথায় নিয়ে
ঘোরে নন্দঘোষ
অকারণেই আমায় দেখে
লোকে করে ফোঁস।
ধারবো না ধার কোন ফোঁসের
রাখছি বলে- আজ
তাতেই যদি কারোর মাথায়
পড়ে পড়–ক বাজ
এখন নিজের স্বার্থ খুঁজে-ই
চালিয়ে যাবো কাজ।
কারো কিছু আসলে-গেলে
আমার তাতে কি?
ইচ্ছে হলেই আমি খাবো
পান্তা ভাতে ঘি-
থোতা মুখে বোতা দেবো
কেউ বললে- ছি!