নন্দ গ্রামের নন্দী বাবু-
মন্দ তো নন মোটে,
প্রথম প্রথম দেখলে তাঁরে-
বুকটা কেঁপে ওঠে!

গোফটা তাঁর ইয়া বড়
দুহাত দিয়ে পাকান!
রক্ত রাঙা  চক্ষু মেলে
কেমন করে তাকান!

সেদিন আবার কী হয়েছে
বলছি তবে শোন্-
নিখিল গেছে ও-পাড়াতে
সংগে ছোট বোন!

বাবু নাকি দাওয়ায় বসে
গাইতে ছিলেন গান;
মুগ্ধ হয়ে এগোয় দু’জন-
শুনেই সুরের টান!

আগন্তকের সাড়া পেয়ে-
গেলেন বাবু থেমে,
ওদের দিকে যেই তাকালেন
উঠলো দু’জন ঘেমে!

গোফটা নেড়ে বলেন বাবু-
“বল্ দেখি কে তোরা?”
অসুর যেমন মুখটি দেখেই
দৌড়ে পালায় ওরা!!

______________________
২৩ মে ২০১৬, লালমনিরহাট।