নকল গিলে- ধ্বকল সই!
আসল জিনিষ পাবো কই?
এই বাজারে সকল-
শাক-সবজি, আটা-চাল
মাছ-গোস্ত, লবন-ডাল
নকলরে ভাই নকল!
যারা দেশের নকল-বাজ
তারাই এখন করছে রাজ
বলতে আছে মানা-
হা করলেই হামলে পরে
পাঠিয়ে দিবে হাজতঘরে
কোর্ট-কাঁচারি থানা!
দেখি-শুনি চুপটি থাকি
স্ত্রী-কন্যাদের কথা রাখি
ঝুট-ঝামেলা নাই!
হাট-বাজারে নিত্যদিনে
নেড়েচেড়ে নকল কিনে
স্ব-পরিবার খাই!!