নীতির ঘরে  ভীতি নাচে
তাই করি না রা’!
লুটেপুটে খাচ্ছে যারা
তাদের বলি- ‌‍“খা!

কামড়ে চুষে-যেমন পারিস;
খাওয়াতে চার-ছক্কা মারিস!

সুযোগ পেলে সব যা'গাতে
করবি শুধুই হা!
কেউ বা তাতে বাধা দিলে-
মারবি তারে ঘা!”