(কবি সঞ্জয় কর্মকারের “এ কেমন বদ্যি” কবিতায় মন্তব্য করতে গিয়ে এই
লিমেরিক চারটি লিখেছিলাম। তাই তাকে শ্রদ্ধার সাথে নিবেদন করলাম)
এক.
বদ্যির নাকে সর্দি থাকুক তোর তাতে কি যায়-
বদ্যি কি আর নিজের অসুধ নিজে কখন খায়?
অপরকে সে খাওয়ায়
তার বানানো দাওয়ায়
কত রোগী যাচ্ছে শ্মশান.... অপ-চিকিৎসায়!
দুই.
ভুতেরপাড়া থাক বা না থাক আছে ভুতেরগলি
খোদ ঢাকাতে-ই গ্রীণরোডে দিব্যি করে বলি!
ঢাকায় যদি আসিস
ওদের জালে ফাঁসিস
ভুতের ছানা- কাঁধে চড়েই কানটা দিবে মলি!
তিন.
বাড়লো প্রেসার, চিৎ হয়ে তুই থাকলি দুদিন পরে
না হয় তোরে হাসপাতালেই কেউ বা নিলো ধরে
আমার তাতে কি?
খাবোই আমি ঘি!
“নিজে বাঁচলেই বাপের নাম” থাকবো সরে সরে!
চার.
চুপটি করে থাকলে আমি তুই পেয়ে যাস মাঠ
একা একাই দৌঁড়ে-হেঁটে দেখাবি নিজের পাঠ
আমি দুধের খোকা?
নাকি পেলি বোকা?
খিস্তি-খেউড় আউরে আমি করবো গরম হাট!