বলেছিলাম তোকে-
ভালো হয়ে যা, তুই হলি না
পড়লি লোভের ঝোকে!
সহায়-সম্পদ তাইতো গেল
রাষ্ট্রপক্ষের ক্রোকে!

পথের মানুষ-
ফিরলি আবার পথে
জীবন এখন কাটবে জেলে
মুক্তি পেলেও-
বাঁচবি কোন মতে।

পাপ ছাড়ে না বাপকে
সময় হলে নেয় প্রতিশোধ
ন্যায়ের চাবুক চাপকে!