এইতো সেদিন, সালটা ছিল
ঊনিশ-কিংবা কুড়ি
শ্যামলবাবু শ্যামবাজারে
বিক্রি করতো মুড়ি
আটখানার অই বাটখানাতে
করতো সে জোচ্চুরি!
হঠাৎ বাবু সটাত করেই
দাঁড়িয়ে গেলেন ভোটে
গাঁটের পয়সা মাঠে গড়ান
দুশ-পাঁচশ নোটে
গরীব দুখি কর্ম ছেড়ে
তার তাবুতে জোটে।
ভোটে জিতে বাবু হলেন
পৌরসভার সেরা
পয়সা খেয়ে ছাড় দিয়েছে
বোকা পাবলিকেরা-
উচ্চাসনে চোরকে টেনে ই
বসিয়ে দিলো এরা।
১১ ফেব্রুয়ারি ২০২৫, লালমনিরহাট।