নাম দিয়ে কাম কী?
সব হল কাজে
তুমি মানুষ অতি ভালো
আমি খুব বাজে!

বাজুক না ঢাক-ঢোল
কী যায় আসে?
যার নেই ভালোবাসা
বিদ্রুপে হাসে।

হাসি থাক তার ঠোঁটে
যার নেই কথা
বাতাসে ওড়ে না যেন
তবু মানবতা!!