: পাশের বাড়ির ঐ ছেলেটা
যাচ্ছে বখে!
: যাক্ না!
: নিত্য দিনই নেশা ভাঙ্গে
থাকছে ডুবে!
: থাক্ না!
: থাক না বলে এড়িয়ে গেলে
তাতে কী আর-
চলবে?
দু'দিন পরে সমাজ নিয়ে-
লোকে কথা-
বলবে!
ঐ ছেলেটা আপনার-আমার
এই সমাজের
অংশ!
আপনি কী চান ওর কারণে
সমাজটা হোক-
ধ্বংস?
: ঠিক বলেছিস! সমাজটাকে
করতে হলে
রক্ষে
থাকতে হবেই ঐ ছেলেটার
ভালো করার-
পক্ষে!
(এই কাব্যে মূলতঃ দু'জনের কথপোকথন। একজন নেতা অন্যজন তার আজ্ঞাবহ)