কোথাও নেই আশার আলো
জমাট অন্ধকার
নিত্য দেখি দুর্নীতিতেই
মানবতার হার!
সত্য ন্যায়ের মূল্যটা নেই
মিথ্যে করে বড়াই
সৎ উপায়ের যাপিত দিন
উনুনচাপা কড়াই!
খাচ্ছে যারা নিয়ম ভেঙ্গে
তাদের সুখের দিন
নীতিবানের ডুবছে তরী
বাড়ছে দেনা,ঋণ।
উচেত এখন কেউ বলে না
অনুচিতের দেশে
ভাবছি নিজের নাম লেখাবো
ওদের দলে শেষে!