চাওয়া আর পাওয়াতে
না হলে যোগ-
বেড়ে যায় অনুতাপ,
বাড়ে দুর্ভোগ!
দুর্ভোগ ঠেলে তবু
স্বপ্নরা ওড়ে;
বসন্ত আশা করি-
পৌষের ভোরে!

কুয়াশার বুক চিড়ে
নিভু নিভু রবি
মনের চাতালে আঁকি
জোসনার ছবি!

চারপাশে মুখগুলো
মুখোশে আড়াল
চেনা দায় কে কাঁটে
কার তরে খাল
তবু চাই মিলেমিশে
করি বসবাস
হয় হোউক উলুবনে-
মুক্তোর চাষ!

---------------------------------
২০ ডিসেম্বর ২০২৪, লালমনিরহাট