মুক্তিসেনা বাংলা ছাড়
স্বাধীন হলো রাজাকার
ভাস্কর্য ভেঙে ওরা-
দিচ্ছে কত প্রমাণ তার।

ধর্ম ওদের মহান ঢাল
ধর্মভীরু মেলায় তাল
দুপায় পিঁষে মানবতা-
অসভ্যতার কাটছে খাল।

একাত্তরের- বীরের মুখ
ভেঙে খোঁজে পুরান সুখ
দেশদরদী চুপসে গিয়ে-
অশ্রুজলে- ভাসায় বুক।

মুর্তি দেশে থাকবে না
বিধর্মীদের রাখবে না
ওরা হল আইনপ্রণেতা
অন্যকে আর ডাকবে না।