মুজিব মানে_ ধ্রুবতারা
মুজিব মানে চেতনা
মুজিব ছাড়া এই দেশটা
স্বাধীন করা যেত না।

মুজিব মানে_ মুক্তাকশ
মুজিব মানে লক্ষ্য
মুজিব মানে দুর্জেয় বীর
অপরাজেয় বক্ষ!

মুজিব মানে_ স্বাধীনতা
মুজিব মানে মুক্তি
মুজিব মানে সর্বকালের
শ্রেষ্ঠত্বের উক্তি।।