মুজিব আমার আদর্শ আর
মুুজিব আমার লক্ষ্য
মুজিব আমার উদ্ধত শির
গর্বের উচু বক্ষ!
মুজিব আমার দিক-নিশানা
মুজিব আমার গল্প
মুজিব আমার দেশ-জনতা
ধ্যান ও জ্ঞানের কল্প!
মুজিব আমার ফুলের হাসি
মুজিব পাখির গান যে
মুজিব আমার স্বাধীনতা
বাংলাদেশের প্রাণ যে।
মুজিব আমার শিক্ষা-দীক্ষা
মুজিব আমার আলো
মুজিব আমার স্বদেশ ভূমি
তাঁকেই বাসি ভালো!