গুম খুন হত্যা
নেই নিরাপত্তা
দুর্নীতি অন্যায়
রক্তের বন্যায়
ভেসে গেছে সব
চারদিকে উল্যাস
বিজয়ের রব!
ভাঙচুর- হুটহাট
এটাওটা লুটপাট
রাষ্ট্রের দৌলত
দেখাচ্ছ কোন পথ?
কোন দেশপ্রীতি?
বেশ বেশ- মুছে দাও
তার যতো স্মৃতি!
রাজপথে উঠলে-
মেট্রোতে ছুটলে
দ্রুতগতি রেলে
পদ্মায় গেলে
সবখানে উনি
এইগুলি মুছবেন-
কি করে শুনি?