মজিদ চাচা মজার মানুষ
পাশের গ্রামে থাকেন-
পুকুর ঘাটে নাইতে গিয়ে-
কাদা গায়ে মাখেন!
বলেন “এটা- কাদা নয় রে
প্রকৃতির এক সাবান
মাটির দেহে মাটির প্রলেপ”
এসব বলে ভাবান!
মজিদ চাচা পঁয়তিরিশে-
পা রেখেছেন এবার
বলেন-“আমার হয়নি বয়স
বিয়ে করে নেবার!
একা আছি ভালোই আছি
নিজের পরে-খেয়ে
কি কারণে ঘরে এনে-
পুষবো পরের মেয়ে!!