নন্দলালের মন্দ কপাল
ছন্দ গেছে হারিয়ে
হা-হুতাশে আটছে জীবন
ফিরছে অভাব তাড়িয়ে।
পা বাড়াতে ঝুট-ঝামেলা
আগলে থাকে দাঁড়িয়ে
উপায় খুঁজে পায়না কিছু
ক্যামনে যাবে ছাড়িয়ে।
দ্রব্যমূল্যের উর্ধগতি-
দিচ্ছে যে ভীত নাড়িয়ে
মরণ ভালো, যায়না বাঁচা
হাতটা আগে বাড়িয়ে।।