জানিরে তোর হাত আছে
শক্তপাটি দাঁত আছে
কিন্তু এটাও মনে রাখিস
খেলায় বাজিমাত আছে!

যারা তোমার সাথ্ আছে
ওদের একটা জাত আছে
সময় গেলে বুঝবি তখন
ঘাত ও প্রতিঘাত আছে!

সৃষ্টিকর্তার খাত আছে
ভুখা-নাঙার ভাত আছে
মনে রাখিস দুদিন বাদে
সত্যি মুলাকাত আছে!!