বড্ড মনে পড়ছে আজি-
মাকে!
মনের যত দুঃখের কথা
বলতাম আমি তাঁকে?
তিনি এখন আমায় ফেলে
যোজন দূরে থাকে!
একলা ঘরে ঘুম আসে না
জেগে কাটাই রাত
পাই না খুঁজে এপাশ ওপাশ
মায়ের স্নেহের হাত!
কেউ জানে না ঠিকানা তাঁর
সুধাই আমি যাকে!
‘কোথায় আমার নয়ন মণি
কোথায় আমার চাঁদ!’
আদর মাখা ডাক শুনতে-
জাগে কেবল সাধ!
পাই না ভেবে মা আমাকে
ক্যামনে দূরে রাখে!