আমাদের মোনালি
চুল তার সোনালি
ঠোঁট দুটো লাল!

পান খায়
        গান গায়
অকারণে রেগে যায়
হয় বেসামাল!

জানি এই ছড়াটা
হলে তার পড়াটা
রাগে দিবে ফাল!

তা না হলে
      এরই ফলে
ঠোঁটটারে বাঁকা করে
দিবে গালাগাল!