মহাকালের মহানায়ক
শেখ মুজিবুর রহমান
দীপ্ত আলোক বহ্নিশিখা
কালের স্রোতে বহমান!

তাঁর ডাকেতে জেগেছিলো
ঐতিহাসিক জাগরণ
বর্গী সকল তাড়িয়ে দেবার
দৃঢ় মনের কঠিন পণ!

তিনি ছিলেন বলেই তো রে
বাঙালি দুর্জেয় বীর
আনলো কেড়ে স্বাধীনতা
গর্বে উচু রাখি শির।