হিংসা ঘৃণা ক্রোধ-
মন থেকে সব ঝেড়ে ফেলে
সকল প্রকার বাধা ঠেলে-
জাগাই বিবেকবোধ।

করি আলোর চাষ
জাতে পাতের দ্বন্দ্ব কিসে
রইবো সবাই মিলেমিশে
দুঃখ পাবে হ্রাস।

দেশের ভাল দশের ভাল
ভাল যখন খোদ
শত্রু সনে মিত্রতা হোক
মধুর প্রতিশোধ।