মানবতার মা মরেছে
বাপ হয়েছে তালুই
মধ্যবিত্ত- সেঁচছে নদী
নিয়ে ভাঙ্গা খালুই!
কষ্ট বয়ে দিন গুজরান
শীর্ণ দেহের অবয়;
পা’ বাড়াতে গা’ থর্ থর্
কাঁপন জাগে সভয়!
তালের গাছে আশারবাসা
বাতাসে খায় দোল;
পেটের জ্বালায় নিত্য গিলে
সস্তা বুনো ওল!

=====================================
প্রকািশত : রূপান্তর প্রতিদিন, যশোর, বাংলােদশ
https://www.erupantorprotidin.com/paper/2024/05/15/1