সত্য তিতা_ মিথ্যা মিঠা
ঠিক যেন সে রসের পিঠা
যতো পারো ততো গিলো
সৃষ্টির আগে মিথ্যা ছিলো!

হাওয়া করে আদমরে- ছল
খাওয়ালো যে ঐ গন্ধমফল
ফল খেয়ে যা হলো ফ'য়দা
মিথ্যার উপর মানুষ পয়দা।